আমার নয়ন জলে ভাসিয়ে তরী
তুমি যে বাইছো আনমনে ,
বলো—এমনি করে ক’দিন তুমি
তুলবে তুফান এই মনে ।।
কাঁদাবে তুমি তা বুঝিনি আগে ,
উদাসী বলে আরো বেদনা জাগে ।
আমায় কাঁদিয়ে তুমি পোড়াবে যদি
দেখা দিলে কেন তুমি জীবনে ।।
মরুময় মোর এই জীবন বেলায়
জানিনা কাটাও কেন নিঠুর খেলায় !
জীবনে এত ব্যথা দিবেই যদি
ঘর কেন বেঁধেছিলে এ মনে ।।
*****************