পাপিয়া চুপ করেছে ,
          ঘুঘুটার ঘুম ভেঙেছে ,
দোয়েলে শিস দিয়েছে ,
          চাতকী চেয়ে আছে আকাশে ।।

          চকোরি চাঁদের লাগি’
          সারাটি রাত্রি জাগি’
কেঁদেছিল কত করে
          তবু চাঁদ ওঠেনি তো আকাশে ।।

          সারাটা দিন ফুরালো ,
          পৃথিবীর প্রাণ জুড়ালো
সকলে স্বপ্নে বিভোর
          চলে শুধু কানাকানি বাতাসে ।।
            *****************