কোথায় চলেছো বন্ধু----
              ভেসে ভেসে কোন্ নিরালায় ?
যাওনা বলে আমায়—
               কত দূরে কার পিয়াসায় ।।

               মেঘদূত তুমি নিয়ে যাও বারতা ,
                মোর প্রিয়ার সাথে আছে কত যে কথা ।
আসতে বলিও বন্ধু------
                 প্রিয়াকে আমার ঠিকানায় ।।

                 বলে দিও তাকে মোর ঠিক ঠিকানা ,
                 করো না ছলনা কোনো  রইল মানা ।
তুমি যে প্রিয় বন্ধু আমার—
                 প্রতারণা করো না গো হায় ।।
                  #############