রাত্রি আমি—
আমি নিন্দিতা , আমি ভর্ৎসিতা
কালিমা প্রলিপ্ত মোর সর্ব অবয়বে ।
পরিপূর্ণ যৌবনে তোমাদের কাছে
হয়ে উঠি আমি
আরো ভয়ঙ্কর , আরো কলুষিতা !
তস্কর , ধর্ষক , ঘাতক মত্ত হয়ে ওঠে
আমার এই গভীর ভরা যৌবনের অভিশপ্ত কালে ।
প্রহরা বেষ্টিত থাকি আমি
তবুও—
অসাধু , প্রমত্ত , চোর নিশাচরেদের
পদ-চারণায়
আমি শঙ্কিত ,
আমি তটস্থ ।
কত প্রতারক , কালোবাজারি
চরিতার্থ করে তাদের
হীনতর জঘন্য পাশব প্রবৃত্তি ।
নীরব দর্শক আমি —
তাই মোর লজ্জা এত , এত বদনাম !
তমসার বেড়াজালে থাকি বলে—
কেউ মোর সাক্ষ্যটুকু করে না গ্রহন ।
অথচ আমার কাছে
শান্তির সুধামাখা আছে যাদু-কাঠি ,
পরিশ্রান্ত কলেবরে ফিরে আসো মোর কাছে
এতটুকু প্রশান্তির পরশ পেতে ।
নিদ্রাদেবী অধিষ্ঠিতা মন্দিরে মোর ,
তোমাদের কোলে তুলে নেয়
পরম আদরে ।
এতটুকু স্বীকারোক্তি
তোমাদের কাছে
করি আমি শুধু আবেদন ।
##############