আয় আয় আয় আজ রাখী-পূর্ণিমায় ।
ঐক্য তানের গান গাহিব মুক্ত আঙিনায় ।।

নাইরে ভেদাভেদ ,
মোরা করব বাধা ছেদ ,
গেঁথেছি হার ,পরাব তা রাখি পূর্ণিমায় ।
দুষ্টু মোরা মিলেছি আজ মিলন মেলায় ।।
আয় আয় আয় আজ রাখী-পূূর্ণিমায় ।।

(মোদের) নেই হানাহানি—
এই শাশ্বত বাণী—
রাখব গেঁথে গহিন মনে শপথ করি আয় ।
এগিয়ে যাব ফিরব না আর কারো ইশারায় ।।
আয় আয় আয় আজ রাখী-পূর্ণিমায় ।।

হিন্দু-মুসলমান
আর বৌদ্ধ ও খ্রীষ্টান
ভিন্ন নহি সবাই একই মায়ের ছত্র ছায় ।
কবি গুরুর তীর্থভূমি মোদের এ বাংলায় ।।
আয় আয় আয় আজ রাখী-পূর্ণিমায় ।।

মোরা বাংলা মায়ের লক্ষ-কোটি কচি কাঁচাদল ,
হাতছানি ওই দিচ্ছে মোদের— চল্ এগিয়ে চল্ ।
রবি-জ্যোতির কদর রাখি’
আয়রে সবাই পরাই রাখী ,
চল্ আমরা যাই  ছুটে যাই একসাথে পায় পায় ।
ঐক্যের এ গাঁথা মালা পরিয়া গলায় ।।
আয় আয় আয় আজ রাখী-পূর্ণিমায় ।।
******************************