ধর্ম মত সব চলছে ভেসে
               আচারের জীর্ণ নায়ে ।
গুরু তন্ত্রের দোহাই দিয়ে
               অনাচারে গা ভাসায়ে ।।

সততারূপ হাল হারিয়ে
               খাচ্ছি খাবি করে ধর্ম ,
সংকীর্তনের সাইন বোর্ডে
               ঢাকা দিয়ে অপকর্ম ।
               পূজা করে সাড়ম্বরে ,
               নাম যজ্ঞ বড় করে ,
গুরুর চরণ সেবা করে
               পার হবে কোথায় ।।

সততা আর শুদ্ধতাহীন
              দীক্ষা-শিক্ষার মন্ত্র নিয়ে
মুক্তি কভু আসিবে না
              গুরুর চরণ আকড়িয়ে ।
মুক্তি যদি পেতে হয়
               মানবতার ছত্রতলে —
সৎ-যজ্ঞে আত্মবলি
               দিতে হবে কুতূহলে ।
               যে গুরু হয় পেশাধারী—
               কী করে সে হয় কান্ডারী !
সেই গুরু কী করবে বলো
                শুধু মন্ত্র দিয়ে পেটের দায় ।।
                 *************