ঘনাগমে দিনমনি আকাশের বিছানায় ,
চারিদিকে গাঢ় মেঘ চমকায় গর্জায় ।
শিহরিত লোকজন নির্জন পথ ঘাট ,
আঁধারের আবছায় চাষীরা চলেছে মাঠ ।
ফুলেরা সিক্তবাসে , দেখা নেই মধুকর ,
বরষার ধারা বহে অবিরাম ঝরঝর ।
স্নাতা বধূ যেন সব বিটপী মুগ্ধ মনে—
বাসরে সলজ্জ বেশে কাটায় বরের সনে ।
ধ্বস্ত পাপড়ি ফুলের , ছিন্ন অপরাজিতা ,
দূরে কে যাচ্ছে কোথা বর্ষাতি পরিহিতা !
সাবধানে যাচ্ছে সে গতি তাই মন্থর ,
কিশলয়-ফোটা ফুল কাঁপে শুধু থরথর ।
সারা রাত ঝমঝম ঝিরঝির টপটপ —
দাদুরীর উৎসব মকমক থপথপ ।
পূবাল দমকা হাওয়া— ইলিশের মরসুম ,
জেলেরা ব্যস্ত সবে ছুটেছে রাতের ঘুম ।
অঘোরে ঘুমায় শিশু ,ব্যস্ত মায়েরা সব—
কচুরি , খিচুরি রাঁধায় নেই কোন পরাভব ।
পাখিরা ছাড়েনি নীড় নিঃঝুম কাকলিহারা ,
সূর্য চাদরে ঢাকা , অবিরাম ঝরছে ধারা ।
############