শেষ হয়ে এল বেলা , আঁধারের বেলা তটে—
আমি শুধু একা একা আছি দাঁড়িয়ে ।।

ওই দূর বনছায় সন্ধ্যা ঘনায় ,
বলাকারা মিশে যায় কোন্ সীমানায় !
সন্ধ্যার আবছায় যাব আমি হারিয়ে ।।
আঁধারের বেলাতটে আছি দাঁড়িয়ে ।।

নিরজন রাত্রিবেলা সাথে কেউ নেই ,
আমাকে আমারি বুঝি হবে হারাতেই ।
খুঁজে কি দেখবে কেউ হারিয়ে গেলে !
বাহুপাশে বাঁধবে কি খুঁজে সে পেলে !
কি জানি এগোবে কি না যাবে এড়িয়ে ।।
আঁধারের বেলাতটে আছি দাঁড়িয়ে ।।
            ************