ঝরঝর বারিধারা
ঝরছে বাঁধনহারা ,
ঝাপসা দু’চোখ শুধু আঁধার ঘনায় ।
মেঘের চাদর আনি’
গগন শয্যাখানি
শ্রাবণ ঢাকিয়া দিল একি ছলনায় ।।

সীমার বাঁধনে বাঁধা
চারিদিকে লাগে ধাঁধাঁ ,
হৃদয়-কপোত নীড়ে ডানা ঝাপটায় ।।
ঝাপসা দু’চোখ শুধু আঁধার ঘনায় ।।

পথ ঘাট জনহীন ,
বাজে না তো মন-বীণ ,
ঝরে নাতো সুর , শুধু আকাশ কাঁদায় ।।
শ্রাবণ ঢাকিয়া দিল একি ছলনায় ।।

মন-পাখি পিঞ্জরে
ছটফট করে মরে ,
কদমের বন-বীথি ভাসে কান্নায় ।।
শ্রাবণ ঢাকিয়া দিল একি ছলনায় ।।

একা একা কাটে বেলা ,
চলছে বাদল খেলা ,
সারাদিন আবেশেতে কাটে সন্ধ্যায় ।।
ঝাপসা দুচোখ শুধু আকাশ ঘনায় ।।
          ************