মন বধূ চাইলেই যায় না পাওয়া ।
চাওয়া  পাওয়ার গান মিছেই গাওয়া ।।
               অসীম চাওয়ার পাশে
              সীমিত পাওয়াই আসে ,
কখনো তা মুছে দেয় ঝঞ্ঝা হাওয়া ।।
মন বধূ চাইলেই যায় না পাওয়া ।।

চাওয়ার সাগর জলে নেই কোন কূল ,
তরণী ভাসানো তাতে ভুল শুধু ভুল ।
               সাগরের অসীমতায়
               চাওয়ার তরীটি হায়—
ডুবে যায় , তাই শুধু বৃথাই বাওয়া ।।
মন বধূ চাইলেই যায় না পাওয়া ।।

চাওয়ার সরসী-তীরে অবগাহনে—
শান্তির সুধা নেই ত্যাগ বিহনে ,
               ত্যাজিয়া সকল আশা
               দিয়ে গেলে ভালোবাসা—
পুণ্য সলিলে হবে শান্তি নাওয়া ।।
মন বধূ চাইলেই যায় না পাওয়া ।।

কত চেয়ে কত পেলে যোগ বিয়োগে ,
হিসেব মিলিয়ে দেখো বিনিয়োগে ।
               সব চাওয়া ছেড়ে দিয়ে
               শান্তি-পিয়ালা নিয়ে
সুখী হও , মেনে নাও লব্ধ পাওয়া ।।
মন বধূ চাইলেই যায় না পাওয়া ।।
       *****************