যে শিশুটির একদিন মেলেনি সন্ধান ,
ভেঙে গেলে মিহি বস্ত্রের প্রদর্শনী মেলা
উলঙ্গ রাজার নিরুপম প্রাসাদ-প্রাঙ্গণের ,
খুঁজে পাওয়া গেছে তাকে—
উন্মুক্ত বিশাল এক সীমাহীন প্রান্তরে ।
দিলখোলা ভাবাবেগে—
উচ্ছল যৌবনে পরিণত আজ ,
নগ্ন রাজাকে সে তর্জনীর ইশারায়
আজো তাকে করেছে সনাক্ত ।
গুলিবিদ্ধ হয়েছিল সে , সেই অপরাধে ,
ফিনকি দিয়ে ঝরেছিল রক্তের ধারা ,
তা থেকেই জন্ম নিল আরো কত —
রক্ত-সুর বীরশ্রেষ্ঠ , কত বীরাঙ্গণা—
নিখিল এ বিশ্বের মুক্তাঙ্গণে !
স্তাবকদের ভীড়ের মাঝে উঠিছে গর্জিয়া —
নির্লজ্জ ক্ষমতা লোলুপ রাজার বিরুদ্ধে ।
কত বুলেট চালাবে রাজা !
কত স্তাবক আছে তোমার পোষ্য ?
লেলিয়ে তোমার ওই পোষ্যের দল—
কত গারদ করিবে ভরাট ?

সে দিনের সেই ঘুমন্ত শিশু
আজি  শত শত অতন্দ্র প্রহরী !
ওরে — নগ্ন-নির্লজ্জ রাজা !
কত রক্ত ঝরাবে তুমি ?
যত প্রবল বাধা তুমি দেবে —
তত শক্তি বৃদ্ধি পাবে প্লাবনের মত ।
তোমার বিলাসী স্বপ্নের বাঁধ ভেঙে যাবে ,
সে দিনটা এসে গেছে অতি সন্নিকটে ।
           **************