ওগো কাজল কালো মেঘ !
কেঁদো না আর তুমি কেঁদো না ,
ব্যথার স্বরলিপি সেধো না ।।
তোমায় দেবো উপহার ,
হাসো তো দিকি একবার ।
বধূর আসার পথ চোখের জলে
আর ভিজিয়ে তুমি দিও না ।।
কেঁদো না আর তুমি কেঁদো না ।।
আসার সময় এ যে হায় !
লগ্ন বুঝি বয়ে যায় ।
হৃদয় আকাশ পাড়ে
ছড়িয়ে দিও না তুমি বেদনা ।।
কেঁদো না আর তুমি কেঁদো না ।।
তোমার কান্নার অশ্রুজলে
বধূর আসার পথ পিছল হলে
বলো— কী করে আসবে বধূ !
এ ভাবে চরণ দুটি বেঁধো না ।।
কেঁদো না আর তুমি কেঁদো না ।।
****************