‘ও পাড়ের পরোয়ানা কখন আসবে চলে’—
কেউ তো আমরা জানি না ।
সবাই আমরা জানি , কাহারো অজানা নয়
তবুও আমরা মানি না ।।
তবুও রাহাজানি শোষণ ও বঞ্চনা ,
প্রতারণা লুণ্ঠন অন্যকে লাঞ্ছনা —
করে যাই স্বেচ্ছায় বেআইনি কর্ম
কাউকে পরোয়া করি না ।।
কালো পথে করে আয় ধনের পাহাড় গড়ি ,
কখন ফসকে গিয়ে কোথায় ছিটকে পড়ি ,
কে ধন করবে ভোগ , কে দেবে পাহারা তাকে
একবারও ভেবে দেখি না ।।
না মেপে সময় কারো চলে আসে অসাড়তা ,
আগে থেকে কখনোই আসে না তো সে বারতা ।
কোন মোহে মোহিত অস্থায়ী জগতে
হিসেব নিকেশ করি না ।।
**************