এই পান্থনিবাস ছেড়ে আমার
এ হৃদয় যেতে নাহি চায় ।
সময় হলে তবু যেতেই হবে
সবকিছু ফেলে যে আমায় ।।
সবাই খেলছে এই বিশ্ব-খেলায় ,
কান্না হাসির সুর হারিয়ে যে যায় ।
জীবনের সত্য এ নিয়তি-খেলা
ডেকে আনে শেষের বিদায় ।।
(তবু) এ হৃদয় যেতে নাহি চায় ।।
সময় থাকে না কারো পিছু তাকাবার ,
স্মৃতি মুছে যায় কিছু রহে না তো আর ।
বিদায়ের এই শেষ রিক্ত পথে
সবকিছু নিমেষে মিলায় ।।
(তবু) এ হৃদয় যেতে নাহি চায় ।।
*****************