সীমার ও পাড় থেকে কেন মা আমায়
                    হাতছানি দাও বারেবারে !
এ জনমে আর হবে না দেখা ,
                    আসা হবে না তোমার দ্বারে ।।

জন্মান্তরে যদি আসি ফিরে ,
চিনতে না পারো যদি অথৈ ভীড়ে —
তোমার অভাগা ছেলে ঘুরে বেড়াবে
                    দেখো কালিগঙ্গার চারিধারে ।।
                     হাতছানি দাও বারেবারে ।।

চিনিলে আমায় তুমি কোলে তুলে নিও
                    চাঁদনি রাতেও আমি থাকব ।
গাঙ-শালিকেরা রবে চারিধারে ,
                    (তব) পদ রেণু গায় আমি মাখব ।
কুলুকুলু রবে প্রবাহিনী ধারা
বইবে যখন হয়ে পাগলপারা —
তার তটে যদি খুঁজে নাহি পাও—
                    দেখো মোরে বনানীর ধারে ।।
                    হাতছানি দাও বারেবারে ।।
                     **************