সাগরের তীরে ডাকে কে যেন  আমায় ,
যেয়ে দেখি ঢেউগুলি তীর ভেঙে যায় ।।

একের পরে আর এক এসে
লুটিয়ে পড়ে এক নিমেষে ,
তীরে এসে দেখি নেই কেউ তো সেথায় ।।
সাগরের তীরে ডাকে কে যেন আমায় ।।

মরিচিকা ফাঁকি দিয়ে কোথা গেল চলে !
দিন রাত ছলনাতে কী যে যায় বলে !
আমি তো জানি না তার আশা ,
সুপ্ত মনের পরিভাষা ।
আলেয়ার মায়া খেলা বুঝি না তো হায় ।।
সাগরের তীরে ডাকে কে যেন আমায় ।।
            *****************