বরষার ধারা ঝরে চাতকিনী কেন তবু
আনমনে চেয়ে আছে আকাশে ,
ঘনাগম সমাগমে কেন ওই চাতকিনী
অসীমে দিয়েছে মেলে পাখা সে ।।
কিসের অভাব বুকে চাতকিনীর ,
এত জল তবু কেন হয়েছে অধীর !
হয়তো সে চেয়েছিল মধুময় ভালোবাসা—
এতটুকু চাতকের সকাশে ।।
অসীমে দিয়েছে মেলে পাখা সে ।।
আঘাত দিয়ে গেল নিঠুর চাতক ,
তবুও বিরহিনী খোঁজে পলাতক ।
খুঁজে খুঁজে চাতকিনী নিরাশার সাগরের
ছুঁয়ে গেছে শেষ সীমা রেখা সে ।।
অসীমে দিয়েছে মেলে পাখা সে।।
*********************