ভোরের শিউলি তলে ঝরা শেফালি
চায়নি তো ছোঁয়া সকালের ,
ব্যথাহত হল তাই ভোরের পরশে ,
ভোলেনি তো প্রেম সাঁঝের ।।
সন্ধ্যার ছোঁয়া পেয়ে হাসিমাখা ছোট কলি
কত কথা মনে মনে করেছিল বলি বলি ,
তবু বলা হয়নি কো কোনোই কথা
কেটে গেল আবেশ রাতের ।।
চায়নি তো ছোঁয়া সকালের ।।
বিহানের মায়া শুধু ক্ষণিক তরে ,
শুকালো সে শেফালিকা একটু পরে ।
হারালো সে সন্ধ্যা , ঘনালো দুপুর
তাই হলো সমাধি প্রেমের ।।
চায়নি তো ছোঁয়া সকালের ।।
*****************