ও------রজনীগন্ধা ,
সারাদিন পরে সন্ধ্যায় কেন সুরভি ঢালো ?
রজনীকে কেন তোমার এতো লাগে ভালো ।।

রজনীর নিন্দা  এতো , এতো বদনাম !
তোমার কাছে কেন তার এতো দাম ?
সন্ধ্যায় তুমি কেন প্রেমানল জ্বালো ।।
রজনীকে কেন তোমার এতো লাগে ভালো ।।
ও-----রজনীগন্ধা !

সারাদিন কোথা থাকে এতো সৌরভ ?
দিনের বেলায় কেন এতো পরাভব ?
জীয়ন-কাঠির ছোঁয়া কে দেয় তোমায় !
তাই বুঝি জেগে ওঠো প্রতি সন্ধ্যায় ।
সূর্যের বিদায় বেলা কে বলো যাদু-কাঠি ছোঁয়ালো ।।
সারাদিন পরে সন্ধ্যায় কেন সুরভি ঢালো ।।
             **************