আকাশের কালো গায়
বিজলি যে চমকায় !
স্মৃতি জাগে ঝড়ো ঝড়ো
এলোমেলো হাওয়ায় ।।
যত স্মৃতি মনে জাগে
ব্যথা বিনিময়ে লাগে ,
ব্যথা ভরা মনটায়
ঝড় শুধু বয়ে যায় ।।
এলো মেলো হাওয়ায় ।।
ঝরে গেল জীবনের ছিন্ন পাতা —
মনে জাগে ফেলে আসা স্মৃতির গাথা ,
সব কিছু ছেয়ে গেছে
কালো মেঘে , বেদনায় ।।
এলোমেলো হাওয়ায় ।।
**************