কাজল নদীর কান্না শুনে
কাঁদছে ওই শেখর ।
চোখ ফেটে তার অশ্রু ঝরে
অবিরত ঝরঝর ।।
ঝর্ণা হয়ে সেই অশ্রু রাশি
অবিরাম বয়ে চলে,সুদূরে ভাসি’—
স্বস্তির বারিধারা করে সিঞ্চন
সান্ত্বনা দেয় বিস্তর ।।
অবিরত ঝরঝর ।।
কুলুকুলুধ্বনি শুনি তার বেদনার
রণিছে সাগরে মিশে হয়ে একাকার ।
চিরদিন সেই ব্যথার বাণী
শুনেছি জীবন ভর ।।
অবিরত ঝরঝর ।।
************