আলো দাও—আলো দাও—
                    আলো দাও—হে আলোক-দাতৃ !
অজ্ঞানতায় ডুবে আছি
                    মোরা আঁধার পথের যাত্রী ।।
আলোর ভুবনে উত্তরণের
                    পথ খুঁজে নাহি পাই ,
দু’হাত তুলে তোমার কাছে
                    আলোর জ্যোতি-ধারা চাই ।
জ্ঞানের আলো জ্বালাও তুমি
                    ঘুচাও মনের তিমির রাত্রি ।।
                    আলো দাও হে আলোক দাতৃ ।।
দিনের উজল আলোক ধারা
                    ছড়ায় যেমন প্রভাকর —
মোদের হৃদয়ে ছড়াও আলো
                    প্রদীপ জ্বেলে জ্যোতিধর ।
আলোক রশ্মি তুমি , মোদের করো
                   আলোর পথের অভিযাত্রী ।।
                    আলো দাও হে আলোক দাতৃ ।।
                    ******************