আকাশের ওই শেষ সীমানায়
               সাদা একখানি মেঘ ভেসে যায় ।
ফেলে আসা দিনের স্মৃতি ভুলে গিয়ে
               জানি আমি চলেছে কোথায় ।।

পাল তুলে চলেছে সে দূর বিদেশে ,
আনমনে ভেসে চলে মুচকি হেসে ।
প্রিয়ার সাথে সে করতে দেখা
               চলে যায় দূর নীলিমায় ।।
               জানি আমি চলেছে কোথায় ।।

ফেরার পথে সে কেঁদে ভাসাবে ,
কালিমা  লেপন ছলে লোক হাসাবে ।
কেউ জানেনা আমি জানি জানি—
               কাঁদবে সে বিরহ ব্যথায় ।।
               জানি আমি চলেছে কোথায় ।।
               *****************