রচনা করব মোরা এ মহা বিশ্ব জোড়া
                  একখানি শান্তির স্বর্গ ।
বিশ্ববাসীকে মোরা দেব উপহার
                   মানবতার শুভ অর্ঘ্য ।।
আয়রে চাষী , আয়রে শ্রমিক ,
                   আয়রে মজুর ভাই ,
আয় শোষিত , নিঃস্ব যারা
                   জীবন-গাথা গাই ।
সেই সুরে সুর মিলিয়ে
                   ঐক্যের তান আজ ধর গো ।।
                    মানবতার শুভ অর্ঘ্য ।।
জাত-পাত নয় আজ
                    মানুষ মোরা এই বিশ্ববাসী ।
ধর্মের লেলিহান নিভিয়ে ফেলে
                   শান্তির সুগভীর সাগরে ভাসি —
শান্তির বন্যায় কোটি কোটি মানুষের
                   শূণ্য হৃদয়খানি ভর গো ।।
                   মানবতার শুভ অর্ঘ্য ।।
শোষণের সমাধিতে সাম্যের উঁচু ইমারত —
আমরাই গড়ব নিয়েছি আজি এ শপথ ।
বন্ধুরা এসো সবে হাতেতে হাত রেখে
                    শপথ সফল এসে কর গো ।।
                    মানবতার শুভ অর্ঘ্য ।।
                    *************