তুমি যদি পথ হয়ে যাও হারিয়ে,
আমি হবো সে পথের প্রান্ত রেখা ।
তুমি যদি নদী হয়ে যাও বইয়ে ,
অকূল পাথারে গিয়ে হবেই দেখা ।।
মন আমার পড়ে আছে তোমার পাশে ,
আসবেনা ফিরে মন কোনো অভিলাষে ।
তুমি সুখের মত যদি যাও ফুরিয়ে ,
দুখ আমি , দিতে হবে আমায় দেখা ।।
অকূল পাথারে গিয়ে হবেই দেখা ।।
রহি রহি ব্যথা আসে তোমা বিহনে ,
বারেবারে শুধু পড়ে তোমায় মনে ।
তুমি যদি ফুল হয়ে যাও গো ঝরে ,
শিশিরের ফোঁটা হয়ে দেবই দেখা ।।
অকূল পাথারে গিয়ে হবেই দেখা ।।
তোমায় ছেড়ে বলো কী নিয়ে বাঁচি !
তোমার আশায়ই শুধু বেঁচে আছি ।
তুমি যদি ফাঁকি দিয়ে যাও পালিয়ে ,
জীবনের পর পাড়ে হবেই দেখা ।।
অকূল পাথারে গিয়ে হবেই দেখা ।।
**********************