ভুবন ডাঙার এ পান্থনিবাস চলন্ত পথ-মাঝে ,
বিচিত্র রঙে আর রূপে-রসে অপরূপ হয়ে সাজে ।।
               এই নিবাসের নিরজনে—
               ঘটছে কত কি ক্ষণে ক্ষণে !
মাঝে মাঝে কান্না হাসির শব্দ এসে কানে বাজে ।।
ভুবনডাঙার এ পান্থনিবাস চলন্ত পথ-মাঝে ।।

রঙ-বেরঙের মুখোশ পরে সাজে কত সঙ ,
মিলে মিশে হয় একাকার সাদা কালো রঙ ।
               আজব রঙিন এই দুনিয়ায়—
               চেনা এ সব বিষম দায় !
দিন কেটে যায় খেলা-ঘরে খেলা ধূলার শত কাজে ।।
ভুবনডাঙার এ পান্থনিবাস চলন্ত পথ-মাঝে ।।
                 *****************