মুক্তো মানিক আমি কুড়াতে এসেছি
জীবনের সৈকতে একেলা ,
কুড়িয়ে পাওয়া সে ধন রেখে দিয়ে আমাকে
বিদায় নিতেই হবে ওবেলা ।।
যখনি আসবে ঘিরে সাঁঝের আঁধার—
সবই মোর রেখে যেতে হবে এই পাড় ।
পারবো না সে বোঝা বইতে আমি
ডাক এলে সন্ধ্যা বেলা ।।
বিদায় নিতেই হবে ওবেলা ।।
কুড়ানোর আশাটুকু নিয়ে যাব ওপাড়ে ,
পাওয়া যা হারিয়ে যাবে পথের দুধারে ।
যে মোরে হাসবে দেখে হারাতে মানিক ,
খেলতে হবে তারও এ খেলা ।।
জীবনের সৈকতে একেলা ।।
*****************