সৃষ্টির পরে ধ্বংস
আর
ধ্বংসের পরে সৃষ্টি ।
তাই—
মোরা চাই একটা প্রলয় ।
যে প্রলয় এনে দেবে নতুন সমাজ ,
যে প্রলয় এনে দেবে সবার জন্যে কাজ ।
ধ্বংসের শিব আমরা—
স্বপ্ন শুধু দেখি প্রলয়ের ।।
যে প্রলয় অন্ন দেবে , বস্ত্র দেবে , দেবে উপহার ,
যে প্রলয় শিক্ষা দেবে , করবে বহন বাসস্থানের ভার ।
ধ্বংস হবে যে প্রলয়ে যন্ত্র শোষণের ,
যে প্রলয় হয়ে গেলে সৃষ্টি হবে ফের ।।
তাই স্বপ্ন শুধু দেখি প্রলয়ের ।।
জন-রোষের বিস্ফোরণে হবেই প্রলয় ,
ধ্বংসের পরে হবে নতুন অভ্যুদয় ।
আয় রে বীর সেনানী !
ভাঙিব আঘাত হানি’ ,
করিব যন্ত্রখানি বিকল শোষণের ।।
তাই স্বপ্ন শুধু দেখি প্রলয়ের ।।
নেই রে সময় , নেই বেশি নেই ,
এ সমাজ বদলাতে হবে , হবেই —
এখানে থাকবে শুধু মানবেরা ,
দেব না কিছুতেই সত্ত্ব দানবের ।।
তাই স্বপ্ন শুধু দেখি শুধু প্রলয়ের ।।
*************