দেখোতো আমায় তুমি চেনো কি না ,
দেখোতো ভেবে কভু দেখেছো কি না ,
সত্যি করে বলো না ।।
ওই যে সে দিন সহযাত্রী হয়ে। —
কি জানি কারে যেন সাথে লয়ে
সামনে সামনে মোর চলেছিলে—
আর পিছনে ফিরে ফিরে চেয়েছো কি না ,
সত্যি করে বলো না ।।
গোপনে মুচকি তুমি হেসেছিলে ,
তুমি কি আমায় ভালোবেসেছিলে ?
আঁচলে মুখ খানি ঢেকে তুমি —
আমায় কাছে পেতে চেয়েছো কি না ,
সত্যি করে বলো না ।।
****************