বিদ্রোহী কবি হে সাম্যের কবি !
বোশেখের দীপ্ত-রবি ভরা আকাশে ,
জ্যৈষ্ঠে উদিলে তুমি খরা কবলিত
বাংলায় , ঘনীভূত কালো মেঘের অন্তরাল থেকে ।
তোমার প্রদীপ্ত তেজে মেঘপুঞ্জ ভয়ে কম্পমান ,
ঘন আস্তরণের অন্তরালে তাই—
সন্তর্পণে সোপর্দ করিল তোমায় ।
তেজদীপ্ত কণ্ঠ থেকে ঝরে পড়েছিল
সদাগরি-সাদা শোষক রাজের
জুলুমের বিরুদ্ধে তোমার সদর্প হুঙ্কার ।
সমাজের অনাচার , প্রতারণা আর
উচ্চ বিত্তের অত্যাচারে তুমি
গর্জে উঠেছো বারবার ।
ধর্মের নামে ধর্মান্ধতা আর
ভন্ডামীর মুখোশ করিতে ছিন্ন
শানিত হইল তোমার
ক্ষুরধার লেখনীর সুতীক্ষ্ণ ফলক ।
শুভদিনের আগমনের স্বপ্ন দেখেছো তুমি ,
সাম্যের ছবি তুমি এঁকেছিলে
মনের একান্তে তোমার মরমী প্রকোষ্ঠে ।
মেঘ কেটে গিয়ে
আবার হয়েছে মেঘের কালো ঘনঘটা ।
তুমি নেই আজ !
নিঃশ্বাসের উষ্ণতা আজো
অনুভবি মোরা
আকাশে বাতাসে ।
***************