ওরে—ও—নিদ্রা-হারা পাপিয়া !
তোর চোখ গেল ,
          না ,যায় রে জ্বলে মরুময় হিয়া ।।
সত্যি করে বল্—
কেন আঁখি ছলছল ,
কান্না থামা ,
          কী লাভ হবে বক্ষ ভাসাইয়া ।।
          ওরে—ও—নিদ্রা-হারা পাপিয়া ।।

রাত্রি জেগে কেঁদে কেঁদে কী লাভ হবে বল্ ,
কে বুঝিবে ? শুধুই হবে জীবনটা বিফল ।
কাঁদলে কি আর
          আসবে ফিরে হারানো প্রিয়া ।।
          ওরে—ও—নিদ্রা-হারা পাপিয়া ।।
            ***************