ওগো সুচরিতা —ওগো অনামিকা —
কেন তুমি আছো বলো নীরব হয়ে ,
যখনি পথ চলি বাতাস চুপিসারে—
কত কি কথা যায় যে কয়ে ।।
অবুঝ ভাষায় সে যে অজানা কথা ,
তোমায় ভাবতে গিয়ে পাই যে ব্যথা ।
বারে বারে পড়ে যাই একি প্রলয়ে ।।
কেন তুমি আছো বলো নীরব হয়ে ।।
তোড়োর দোলনা খেলায় যাই ভেসে যাই ,
শত বার হাতরিয়ে কূল নাহি পাই ।
সাগরের চোরাবালু ওই ডাকে যে !
হাত ধরে সেথা হতে বাঁচাবে কে যে !
ভাবনা সাগরের স্রোতধারা —
আমায় আরো দূরে যায় যে লয়ে ।।
কেন তুমি আছো বলো নীরব হয়ে ।।
******************