এই ঘন শাওনে পৃথিবীর এ কোণে
নিরালায় মন নাহি বাঁধন মানে ।
ভাবি যারে সে তো আজ অনেক দূরে
চেয়ে চেয়ে দিন কাটে আকাশ পানে ।।
ওই দূর বনানীর অশ্রুধারা
করিল আমায় আরো পাগলপারা ,
উতলা এ মন মোর নিশ্বাসের দহনে—
ধুকে ধুকে কেঁদে মরে সে কি তা জানে ।।
নিরালায় মন নাহি বাঁধন মানে ।।
ধূপের মত জানি পুড়ছে সেও
তাই তার ধূম-শিখা ছড়িয়ে দিল ,
আকাশের নীলিমা ঢেকেছে মেঘে
তাই তো আমার তাকে মনে পড়িল ।
কাঁদছে স্মৃতির প্রদীপ-শিখা ,
কি এক অনুভূতি অনামিকা —
বিরহ ব্যথায় তার অবরোধি মন
হয়তো সে ভাসিয়েছে করুণ গানে ।।
নিরালায় মন নাহি বাঁধন মানে ।।
***********************