আমি তো শিল্পী নই যে ,
          গানের কলিতে আমি ফুল ফুটাব ,
সুরকারও নই আমি
           কি করে গানের সুর সেধে দেখাব ।।
আমার এ লিপিকা নিয়ে
সুরের তুলিকা দিয়ে
          সাজালে জীবনে আমি তৃপ্তি পাব ।।
          কি করে গানের সুর সেধে দেখাব ।।

ছন্দ আমার আছে কন্ঠ তো নেই
আমার সে সুর শুনে তুমি হাসবেই ।
তবু গান গাইতে হলে
আমার এ বেসুর গলে
          গীতিকা বাসর থেকে পালিয়ে যাব ।।
          কি করে গানের সুর সেধে দেখাব ।।
            *******************