তোমার কাছে আমার আজি এ শেষ নিবেদন—
রবি বিদায় করছে ধূসর ওই যে নীল গগন ।।

সন্ধ্যাতারা ওঠে যেন এখন আকাশে ,
লক্ষ তারার ভীড়ে যেন থাকে আঁকা সে ।
ঘিরিয়া তারে রহে যেন পল্লবিত বন ।।
তোমার কাছে আমার আজি এ শেষ নিবেদন ।।

হারিয়ে যেন যায় না কভু নিরুদ্দেশেতে ,
মনের কোনে থাকে যেন উজল বেশেতে ।
(যেন) বন বীথিকার চুমকুরিতে জাগে শিহরন ।।
তোমার কাছে আমার আজি এ শেষ নিবেদন ।।
                 ****************