প্রেমের সমাধির পাথর ফেটে
ঝরিবে প্রেমের জয়গান ।
শাশ্বত হয়ে রবে শিলার বুকে
গ্রথিত এ বাঁধা দুটি প্রাণ ।।
সমাধি রচনা করে নয়ন জলে—
ভিজালে কী হবে বলো হৃদয়-দলে !
স্মৃতির ভীড়ের মাঝে হারিয়ে গিয়ে
মিলিবে ভুলিয়া অভিমান ।।
গ্রথিত এ বাঁধা দুটি প্রাণ ।।
সমাধির নিরজনে এই অভিসার
প্রেমের অতল তলে খুঁজিবে কে আর !
অসীমে হারিয়ে যাবে হৃদয় দুটি ,
বিরহের হবে অবসান ।।
ঝরিবে প্রেমের জয়গান ।।
*********************