মুক্তমনা নাস্তিক যদি ধর্ম-বিমুখ হয়--------
তোমার বিরুদ্ধে সে তো করেনি বিদ্রোহ !
তোমার ধর্ম তুমি পোষ অনায়াসে ,
অন্তরায় হয়নি সে তো তোমার সে পথে ,
তবে কেন তুমি বিষ উদ্গারিছো তার ধর্ম মতে ?
খুন করে , শাস্তি দিয়ে কোন্ ধর্ম করছো পালন ?
খুনের দায়িত্ব স্বীকার করবে তো তুমি কিয়ামতে !
                                ধর্ম কি এতই ঠুনকো ?
কে এক বিধর্মী-নাস্তিক পাঠাবে তা কোন্ রসাতলে ?
যে ধর্মে মহত্ত নেই , এতটুকু নেই উদারতা ,
সেটা কোন্ ধর্মমত ?
কে করিল সে ধর্ম প্রচার ?
পৃথিবীতে কোনো ধর্ম করে না স্বীকার—
খুন-ধর্ষণ-রাহাজানি পাথেয় করিয়া পথ চলা ,
গর্হিত এ সব কাজ সব ধর্মে , সব দর্শনেতে ।
তোমার নিজস্ব মতে কেউ যদি আসে বাধা দিতে—
প্রতিবাদ ও প্রতিরোধের অধিকার—
নিশ্চয়ই রয়েছে তোমার ।
ধর্ম মতের বৈচিত্রতা বহুবিধ সারা পৃথিবীতে ,
ধর্ম-পথ একটাই মহাবিশ্বে মানব জাতির ।
মনুষ্যত্বের নীতিবোধে বেষ্টিত—
শান্তির বারতাবাহী অখন্ড মানব সমাজ ।
                 *************