পাশ ফেল উঠে গেছে শিক্ষায় বেজে গেছে বারোটা !
ফুচকা,স্যান্ডোস বেচো , কেউ বেচো কচুরি বা পরোটা ।
বিরাট শিল্প হবে , সবে হবে কোটি-লাখপতি ,
শিক্ষাটা উঠে গেলে দল-নীতি পাবে পুরো গতি ।
বই পড়া ছেড়ে দিয়ে মোবাইল ধরেছে পড়ুয়ারা ,
ধ্বংসের সীমানায় দাঁড় করে দিয়েছে দূষণের নানাবিধ ধারা ।
ফেল নেই ,পড়া নেই ঠেক-আসর জমেছে জুয়ার ,
প্রেমের উষ্ণীশ বেঁধে সঙ্গিনী সাথে নিয়ে চেপে দেয় উচ্চ গীয়ার ।
শিক্ষাটা না থাকিলে আমি হব এ দেশের রাজা ,
টু শব্দ করিলে কেউ সাথে সাথে দিব আমি সাজা !

‘শিক্ষায় চেতনা আনে’ পাশ করা ডিগ্রীতে নয় ,
শিক্ষাহীন বিদ্যা অতি ভয়ঙ্কর ডেকে আনে ধ্বংস নিশ্চয় ।
সবার মঙ্গল সাধন করিতে চাইলে মন থেকে —
প্রকৃত শিক্ষায় শিক্ষিত করো পাশ আর ফেলটাকে রেখে ।
শিক্ষা বিদায় নিলে দেশটা যে ডুবে যাবে অন্ধকারে !
ফেলটা ফিরিয়ে এনে দেশকে বাঁচাও সবে কুশিক্ষার এই কারাগরে ।
                          *******************