সময় এখনো বাকী আছে , এসো হে প্রিয়তমা !
পথ চেয়ে বসে আছি উৎসুক মনে ,
বলো কোন ক্ষণে —
আসবে তুমি , দোষ-ত্রুটি করে ক্ষমা ।
এসো হে প্রিয়তমা !
এসো না পরন্ত বেলায় , এসো না বেলা শেষে ,
হয়তো তখন থাকব না আমি ,
চলে যাব ব্যথা নিয়ে !
সুখী হবে ব্যথা দিয়ে ?
মুছে দাও সব ব্যথা সময় মত এসে ,
এসো না বেলা শেষে !
বলো আর কত থাকব চেয়ে মরু-তৃষা নিয়ে মনে !
সময়ের স্রোতধারা চলে যাবে ধীরে ধীরে ,
এসো মোর সুখ-নীড়ে !
রচনা করেছি নীড় হৃদয়ের কুঞ্জবনে—
মরু-তৃষা নিয়ে মনে ।
অনন্ত জীবন পথে চলতে হলে একা —
তখন আসবে তুমি আমার পথ পাশে ?
হাতে হাত রাখিবার আশে !
(তবে) অতন্দ্র প্রহরী হয়ে দিও এসে দেখা —
চলব যখন একা ।
ভুলে তুমি যেও না গো , আমায় নিও ডেকে ।
সাড়া যদি না পাও তবে দাঁড়িও ক্ষণকাল ।
ছেড়ে দিও না হাল !
তোমার ডাকে সাড়া দিব ভাবনা সকল রেখে ।
আমায় নিও ডেকে ।
**************