মহান করেছো মোরে , করিয়াছো বরণীয়
হৃদয়ের সুসজ্জিত প্রেমের আসনে ।
মহত্ত্ব নেই তো মোর ততখানি—
যতখানি খুঁজে পেলে আমার মাঝে ।
তোমার নয়ন দুটি নয় তো তোমার আঁখি ,
প্রেম তারে করিয়াছে নব-ঘন-শ্যাম ,
তাই বুঝি পৃথিবীর দিগন্ত ব্যাপী---
আমাকে দেখেছো তুমি সুন্দরতম ।
আসলে আমার মাঝে নেই তো কিছু—
বিচিত্র সুকান্তি অনন্যতম ।
সাধারণ ! অতি সাধারণ আমি ,
মোর মাঝে নেই তো সে বাস্তবতা —
যতটুকু ভাব দিয়ে গড়িয়েছো—
তোমারই কল্পলোকে কাব্যিক করে ।
বুদ্ধির দীপ্ত-জ্যোতি কতটুকু আছে মোর
সে তো আমি জানি সবটাই ,
তুমি শুধু বড় করে দেখেছো তা
তোমারই মহত্তম প্রেমের জগতে ।
আসলে সেথাও আমি অতি সাধারণ !
শুধু তুমিই করেছো মোরে সুন্দরতম ।
**************