মনটা কোথায় হারিয়ে গেল
               হয়তো কাছে-পিঠে ,
লেখনী মোর থমকে গেল ,
               কাগজ খেলো কীটে ।
সুখের প্রতি বীতরাগ আর
               দুঃখেতে ভয় নাই ,
মনটা হল মরুস্থলি
               জল খুঁজে না পাই ।
নেই তরণী , স্রোতস্বিনী ,
               মন তরিকায় পাল ,
হাওয়ায় শুধু উড়ছে ধূলো
               আর শুধু জঞ্জাল ।
খেজুর গাছের সারি আছে
              শিউলি ঘুমের ঘোরে ,
করলে দোহন খেজুর গাছে
               রস ঝরে অঝোরে ।
বন্ধুরা চায় কাব্য লিখি ,
               ঝরছে না তো মন ,
ঝোড়ো হাওয়া বইলে হবে  
               মনটা উচাটন ।
বইবে কবে আশ্বিনা ঝড় ,
              কবে কালবোশেখী !
জানি না তো কাটবে আমার
               এতকাল বসে কি !
ঝড় হলেই বৃষ্টির আশা ,
               ঝরুক ছিটেফোঁটা ,
মুষল ধারে নাই বা ঝরুক ,
               শুরু হোক ফুল-ফোটা ।
             *************