রজনীতি আর ধর্মমতে যুগে যুগে এসেছে বদল ,
দুটি পথেতেই প্রতি যুগে তাতে জুটে গেছে দল-বল ।
রাজনীতি আর ধর্মে দেখছি , নেইতো কোথাও তফাৎ ,
উদ্দেশ্য একটাই— রুটি-রুজি আর সঞ্চয়ের ভরা হাত ।
নেতাদের কাজ দল ভারি করে আধিপত্য বিস্তার ,
মানব সেবায় দল নাহি লাগে যদি থাকে মন তার ।
ক্ষমতা লোলুপ দুই পথেতেই অর্থের বরাভয় ,
উভয় পথেতে নেতাদের কাজ আর্থিক সঞ্চয় ।
দরদীও আছে উভয় পথেই আদর্শে উন্মুখ—
দারিদ্র্য-ক্লীষ্ট মানুষ বাঁচিয়ে পায় তাঁরা অনাবিল সুখ ।
মাদার টেরেজা , নিবেদিতা , ‘বিলে’ উজ্জ্বল পরিচয় ,
মানুষের তরে প্রাণপাত করে ,নেতৃত্বের প্রলোভনে নয় ।
সুখ শান্তি তাঁরা দিয়ে বিসর্জন
মানুষের লাগি সারাটা জীবন
বলি দেয় প্রাণ , স্বার্থ ত্যাজিয়া , প্রণতি তাঁদের পায় ,
তাঁদের সংখ্যা নগন্য তাই বুক কাঁপে শঙ্কায় ।
ডজন ডজন সাধু-সন্ন্যাসী , নেতা ও নেত্রী আছে ,
যাদের ভাবনা অন্যকে চুষে নিজেরাই যাতে বাঁচে ।
ঘুষ খেয়ে তারা দেশপ্রেম করে সাধারণে বানিয়ে বোকা ,
মূলধন তাদের মিথ্যের ঝুড়ি আর শুধু দেওয়া ধোঁকা ।
                    ******************