মনোরম এই মাতৃ-জ্যোতিষ্ক
একদিন হয়তো হয়ে যাবে ইতিহাস !
গ্রহান্তর থেকে পাঠাবে পৃথ্বিযান ,
কোনো যুগে এই গ্রহে—
ছিল কি প্রাণীর বসবাস ?
উত্তর খুঁজে পেতে কত চুল ঝরে যাবে ,
কত কেশ পলিত হবে টেকো মস্তকের ।
সর্বনাশা কর্মকান্ড
পৃথিবীতে ঘটে যাচ্ছে অবাধ গতিতে ।
করে যাচ্ছে যথেচ্ছাচার—
অবিবেচক ক্ষতিকর কাজ ।
পরিবেশের মহাসম্মেলনে—
একদেশ তর্জনী তোলে অন্য দেশের প্রতি ।
আত্মশুদ্ধির চেষ্টা শুধু আলোচনায় শেষ ,
বিতর্কে জয়ী হলে বেঁচে যাবে পৃথিবীটা যেন ।
পৃথিবীর নানা প্রান্তে অবচেতন যথেষ্ট বিদ্বান  ,
নিরক্ষরের চেয়ে যারা আরো বেশি আরো ভয়ঙ্কর !
তাদের দৌরাত্ম্যের মাত্রা ক্রমান্বয়ে হচ্ছে বর্ধিষ্ণু ।
পরিবেশবিদগণ দিন দিন হচ্ছে শঙ্কিত !
তাঁদের সতর্কবার্তা অহরহ হচ্ছে উপেক্ষিত ,
বিপদের মুখোমুখি দাঁড়িয়ে পৃথিবী !
জীবের অস্তিত্ব আজ ধেয়ে যাচ্ছে
সংকটের দিকে ।
                  —০—