মনের জানালা পাশে
যে লতাটি পেয়েছিল ঠাঁই ,
লবঙ্গলতার সেই পল্লবিত ঝাড়ে
সুপ্তি ছেড়ে বিকশিত হল যে মুকুল ,
সেখানে মিলন হল—
মিলন-পিয়াসী যত মধুপায়ীদের ।

মহামিলনের লাগি সাম্য-তীর্থ করে
হৃদয়তটের মাঝে
বসে যেন মিলনের মেলা ।
সে মিলন হয় যেন নিবিড় মনোজ্ঞ
শাশ্বত পবিত্র-পুত এ বিশ্বের বুকে ।
বর্ণভেদ , মতভেদের কুহেলিকা জাল
করিয়া ছিন্ন —
বিদ্বেষের ভরা ঝুড়ি
ছুড়ে ফেলে বিস্মৃতির অতল গহ্বরে ,
স্বার্থক মিলনে যেন হয় উন্মুখ ।
মিলনের এ তীর্থ হোক অনন্ত ব্যাপিয়া ,
বিশ্ব মিলনের ভাঙি পুরোনো প্রাচীর
পরিসর হয়ে যাক অনন্ত জুড়িয়া ।

অসীমে বিলীন এই শূন্যতা মাঝে
কোটি কোটি সুসজ্জিত জানা অজানা
জ্যোতিষ্কের বুকে —
লব্ধ প্রাণ সঞ্চারিত ,
অনাগত প্রাণস্পন্দন এখনো যেখানে ,
মিলে মিশে সবে আজি গ্রন্থিত হোক
সুবিস্তীর্ণ সেই মহামিলন মালায় ।
             ************