আমি যারে ভালোবাসি সে যদি হয়
ওই যে দূরে নীল আকাশের উজল তারা ,
কী করে তার নাগাল পাব সেই ভাবনা
ভাবছি বসে , তাইতো আমি নিদ্রাহারা ।
কেমন হবে দেখছি যারে শান্তময়ী ,
শান্ত নাহি হয়ে যদি হয় সে চপল ,
কেমন হবে তাহার ছোঁয়ায় আমার হৃদয় !
ঠাঁই হবে কি সাগর জলের গহিন অতল ?
আমি যারে বন্ধু ভেবে হৃদয় দিয়ে
প্রতিদানে চাইছি শুধু হৃদয় পেতে ,
আমায় যদি ছল করিয়া দেয় সে ফাঁকি ,
পথ কি আমার হারিয়ে যাবে যেতে যেতে ?
মনের পাখি জেনেই যারে খাঁচায় পুষি ,
সে যদি হয় বনের পাখি পাতার ফাঁকে ,
কেমন করে রাখব ধরে কোন্ যে ফাঁদে ?
উড়ে যদি যায় সে দূরে , দূরেই থাকে !
ফুল ভাবিয়া আমি যারে তুলব ভেবে
ফুলের বনে যাই চলিয়া চপল হয়ে ,
সে যদি তার একটু আগেই যায় ঝরিয়া ,
কী করিয়া থাকব আমি রিক্ত হয়ে !  
            ***************