আজি মহা দুর্যোগের ঘনঘটা কালে
হও স্থির , দিনমণি মেঘের আড়ালে
লুকিয়ে রয়েছে জেনো , রাখিও স্মরণ,
উদ্যম সঞ্চার করে করো মহা রণ ।
মহাগিরি লঙ্ঘিতে হবে জেনো তোমাদের ,
পথ কি রোধিতে পারে দুর্বার স্রোতের ?
বহ্নির প্রজ্বলিত নিষ্কলুষ শিখা ,
দহনে সব চক্রান্তের পড়বে যবনিকা ।
অমানিশা কালেও থাকে উজ্জ্বল নক্ষত্র ,
মনে রেখো মাভৈঃ বাণীর এ চরম পত্র ।
মিথ্যা অপবাদে নাহি হও বিচলিতা ,
তোমাদের পবিত্র দাবী নহে পরাজিতা ।
একনিষ্ঠ প্রচেষ্টায় দেখো অকস্মাৎ
কেটে যাবে , ভয় নেই এ তিমির রাত ।
************