প্রথম দৃশ্য
প্রবীণ যাত্রী এক , ভীড়ে ঠাসা বাস ।
প্রবীণদের সংরক্ষিত আসনে বসে —
সবল সুস্থ দু’জন তারুণ্যের দীপ্তি মাখা
জীবন্ত মানুষ !
তাদের সামনে ভীড় সামলে অতি কষ্টে
দাঁড়িয়ে রয়েছে সেই সরল প্রবীণ ।
কন্ডাক্টর ব্যতিব্যস্ত ভাড়া আদায়ে ,
দোলনার দোল খেয়ে ঘুমাচ্ছে কেউ ।
কেউ ওঠে কেউ নামে বিভিন্ন স্টপেজে ।
এই দৃশ্য দেখার মত আর কেউ
ছিল কি সে বাসে ?
বাসের ঝাঁকুনি খেয়ে প্রবীণের প্রাণ বায়ু
ওষ্ঠাগত প্রায় ।
তারুণ্যের চোখে মুখে আয়েসের ছাপ ।
এক সময় এভাবেই গন্তব্যে পৌঁছে যায় বাস ।
সব যাত্রী নেমে যায় ,
সংরক্ষিত আসন দুটি হাসে —
বিষন্ন মনে ।
দ্বিতীয় দৃশ্য
ট্রেনের যাত্রী হয়ে ঠেলা ও ধাক্কা খেয়ে
উঠে পড়ি ছোট এক কামরার মাঝে ।
সামনেই ছিল এক সহযাত্রিনী ,
আসনের গলির মাঝে দাঁড়ালেন গিয়ে ।
আমিও দাঁড়িয়েছিলাম গলির মুখেতে ,
নিজ আসন ছেড়ে দিয়ে উঠে পড়ে একটি যুবক —
প্রমীলাকে বসিতে ইঙ্গিত ,
পথ ছেড়ে দিতে তাকে হলাম সচেষ্ট ,
বিরত করিয়া বলে—‘ধন্যবাদ ,
নামব না আমি । ’
ভাবিলাম মনে মনে ,এইতো তারুণ্য !
এইতো যুবকসুলভ সভ্য মানুষ তুমি বটে ।
***************