দিবসের তুমি সন্ধ্যা , জীবনের তুমি মৃত্যু ,
মৃত্যুর তুমি মাধুরী , তুমি সত্য তব জয়তু ।
হৃদয়ের তুমি উচ্ছ্বাস , দুচোখের তুমি দৃষ্টি ,
কুসুমের তুমি সুঘ্রাণ , জয় হোক এই সৃষ্টি ।
অন্যায়ের তুমি নিষ্ঠুর , সত্যের তুমি সুন্দর ,
মিথ্যের তুমি জ্ঞানালোক ,জয় হোক তব অন্তর ।
প্রভাতের তুমি সূর্য , চন্দ্রের তুমি রাত্রি ,
আকাশের তুমি তারকা , নবীনের অভিযাত্রী ।
পাহাড়ের তুমি শৃঙ্গ , বাতাসের তুমি ছন্দ ,
তুমিই হাসির সারল্য , জয়তু তব আনন্দ ।
আঁধারের তুমি দীপালোক , প্রদীপের তুমি দীপ্তি ,
মাঠের অসীম দিগন্ত , মুক্ত মাঠের তুমি তৃপ্তি ।
কালিমার তুমি বহ্নি , স্রোতস্বিনীর তুমি কলতান ,
চিরন্তনী হয়ে থাকিও (যেন) করিতে পারি জয়গান ।
*****************