ভালোবাসার পবিত্রতা
উঠছে হেসে দুইটি হৃদয়ে ,
হৃদয় তাদের সুপ্ত প্রসূণ
ফুটি ফুটি করছে সভয়ে ।
ফুটাও তাদের স্নিগ্ধ মনে ,
ঝরিও না তা ধরার ধূলায় ,
প্রেমের দাবীর মিলন গীতি
করো না গো স্তব্ধ হেলায় ।
দেওয়া-নেওয়ার হৃদয়-ডালি
সাজিয়েছে প্রেমের ফুলে ,
সাজাতে তা ব্যাপৃত আজ
প্রেম-দেবতার চরণ-মূলে ।
সে ফুল ছিঁড়ে দিও না গো ,
তোমার কাছে এই মিনতি ,
স্বীকৃতি আজ দাও গো প্রেমের
করছি দাবী তোমার প্রতি ।
চির বিরহের বহ্নি-মশাল
জ্বালিও না গো তাদের মাঝে !
জীবন-বীণার তার ছিঁড়িলে
সে বীণা আর বাজবে না যে ।
দুইটি হৃদয়ের মিলন বীণা
বাজাও তুমি বীণা বাদক ,
মিলন গীতি ঝরাও তাতে
হে সহৃদয় মিলন সাধক !
*****************