কে তুমি এসেছো হেথা ?
—আমি গণতন্ত্র ।
আম জনতার কাছ থেকে তুমি
শুনে যাও মহামন্ত্র ।
এ পোশাকে কেন তুমি এসেছো এখানে ?
এ ভাবে দেখতে চাইনি তোমায় ,
এ মুহূর্তে চলে যাও এখান থেকে
চিরতরে লহিয়া বিদায় ।
যদি পারো এসো তুমি
পরিচ্ছন্ন অতি ভদ্র বেশে ,
আর রক্ত ঝরিওনা
এখানে এভাবে তুমি এসে ।
ভোটের মরশুমে আমরা
সত্যি তোমাকে চাই —
যেখানে সন্ত্রাস , যেখানে রক্তপাত
আর কোন দুর্নীতি নাই ।
যেখানে স্বামীহারা , সন্তানহারা ,
পুত্রহারা হয় না কোন মা ,
যেখানে বুথ-দখল ,ছাপ্পা ভোট
পড়ে নাকো কখনো জমা ।
রক্তমাখা পরিধেয় পুড়ে ফেল
চিরন্তনী আদর্শের আগুনে ,
অস্ত্র-সস্ত্র যা আছে তোমার
ভেঙে ফেল সব গুণে গুণে ,
তারপর সব অস্ত্র ফেলে দাও
পঙ্কিল সমাধির তলে ,
অবগাহন করিয়া আসো
গঙ্গোত্রীর পবিত্র স্বচ্ছ জলে ।
বরণ করিয়া নেব তবেই তোমায়
সাধারণের হবে তুমি মূল শক্তি-মন্ত্র ,
স্বাধিকার আদায়ের সব থেকে সেরা পথ—
তুমিই , বন্ধু গণতন্ত্র ।
***************